মৃত্যুমিছিলে ইতালিকেও ছাড়িয়ে গেল আমেরিকা

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন করোনাভাইরাসের নতুন এপিসেন্টার আমেরিকা। আগামী দু’ সপ্তাহে আরও দুর্ভোগে পড়তে হতে পারে মার্কিন নাগরিকদের। পূর্বাভাসের আশঙ্কা সত্যি প্রমাণ করে আমেরিকায় করোনার মৃত্যুমিছিল ছাপিয়ে গেল ইতালিকেও। আক্রান্তের সংখ্যার নিরিখেও বিশ্বে প্রথম স্থানে ডোনাল্ড ট্রাম্পের দেশ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২০ হাজার ২০০ মানুষের। আক্রান্ত প্রায় ৫ লক্ষ ১৫ হাজার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্কে চলছে গণকবর দেওয়ার কাজ। মর্মান্তিক পরিস্থিতি। তার মধ্যেও ট্রাম্পের ঘোষণা, গোটা দেশে একসঙ্গে লকডাউন হবে না। স্বাস্থ্যসংকটের চেয়েও ট্রাম্পকে বেশি চিন্তায় ফেলেছে মার্কিন অর্থনীতি। ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ কাজ হারানোর আশঙ্কায় বেকারভাতার জন্য আবেদন করে দরখাস্ত জমা দিয়েছেন।

এদিকে, সামান্য হলেও ইউরোপে করোনা সংক্রমণ কমছে বলে খবর। এপর্যন্ত করোনার বলি ইতালিতে ১৯ হাজার ৪৭০, স্পেনে ১৬ হাজার ৩৫৩, ফ্রান্সে ১৩ হাজার ৮৩২ ব্রিটেনে ৯৯০০, বেলজিয়ামে ৩৩৫০, জার্মানিতে ২৭৩৬।

Previous articleলকডাউনকে থোড়াই তোয়াক্কা, পুন্ডিবাড়ির হাটে হাজার মানুষের জমায়েত!
Next articleকরোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত