আপনি কি ধূমপান করেন? তাহলে আপনার প্রেমে পড়তে পারে করোনা!

আপনি কি ধূমপান করেন? তাহলে জেনে রাখুন, করোনার সবচেয়ে পছন্দের মানুষ হতে পারেন আপনি। তাই ধূমপান করা থেকে বিরত থাকুন। যাঁরা ধূমপান করেন, তাঁদের করোনা ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা প্রবল।

এই মর্মে দেশের সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে এক নির্দেশ দিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ধূমপান বন্ধ করতে প্রচার চালানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, যাঁরা ধূমপান করেন তাঁদের হাতের আঙুললের সঙ্গে ঘন ঘন ঠোঁটের স্পর্শ হয়। যা করোনা সংক্রমণের জন্য মারাত্মক। তাছাড়া, কোভিড-১৯ ফুসফুসে সরাসরি আক্রমণ করে। আর ধুমপায়ীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস।

Previous articleমর্মান্তিক! খাবার নেই, ‘অসহায়’ মা ৫ সন্তানকে ছুঁড়ে দিলো গঙ্গায়
Next articleকরোনা টেস্টে অতি নগন্য নমুনা পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! NICED-এর চাঞ্চল্যকর অভিযোগ