এ এক অন্য পয়লা বৈশাখ, লকডাউনের নববর্ষে বৃদ্ধাশ্রমে “মনের হালখাতা”

এ এক অন্য হালখাতা। মনের হাল-হদিশ দেবে এই হালখাতা। কার খোঁজ নিতে খুব ইচ্ছে করছে? ইচ্ছে করছে কেউ খোঁজ নিক করোনার কঠিন এই সময়ে। বৃদ্ধাশ্রমের সবাই মনের কথা আর সতর্কতা লিখবেন ভালো থাকার এই হালখাতায়। আসলে বাইরে না বেরিয়েও ঘরবন্দি হয়ে তাঁরা থাকবেন না বিমর্ষ। তাই একটু অন্যভাবে পালন এবারের নববর্ষ।

 

একসময়ের বিখ্যাত অভিনেতা চপল ভাদুড়ি নটী বিনোদিনী পেশ করবেন। প্রাক্তন আইপিএস তথা ডিএসপি তুষারবাবু বলবেন এই জরুরি সময়ে প্রশাসনের সঙ্গে কেন এবং কীভাবে সহযোগিতা করা দরকার।

অনেকেই আবার মোবাইলের দারুন দখি। ফিজিক্সের অধ্যাপিকা পুতুলদিদা শেখাবেন কেমন করে মোবাইল অপারেটর করতে হয়, যাতে এই সময়টা বোরিং না লাগে। এর সঙ্গে গান আর খাওয়া-দাওয়া।

রান্নায় হাতযশ অনেকেরই আছে। বাইরে যখন লকডাউন, তখন রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের সোশ্যাল ডিস্ট্যান্স সতর্কতা। সবকিছু মেনেই মনের হালখাতা লেখার এই অন্য পয়লা বৈশাখের আয়োজন কাশীনাথ বাবুর।

Previous articleভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়ালেন সুন্দর পিচাই
Next articleমাস্ক না পরলেই কান ধরে ওঠবোস! ‘কড়া’ শাস্তি তারকেশ্বরে