মাস্ক না পরলেই কান ধরে ওঠবোস! ‘কড়া’ শাস্তি তারকেশ্বরে

মাস্ক না পারায় কান ধরে ওঠবোস, লাঠি উঁচিয়ে জমায়েত হটাল পুলিশ। তারকেশ্বরে সোমবার সকাল থেকেই মাস্ক বিহীন সাধরণ মানুষকে সচেতনার পাশাপাশি কড়া পদক্ষেপ নিতে দেখা গেল তারকেশ্বর থানার পুলিশকে। বিভিন্ন এলাকায় জমায়েত দেখলেই লাঠি উঁচিয়ে জমায়েত হটায় পুলিশ। রবিবারই রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। এদিন মাস্কবিহীন বাইক বা সাইকেল আরোহীদের চাকার হওয়া পর্যন্ত খুলে দিতে দেখা যায় পুলিশ কর্মীদের।

মদের দোকানের সামনে জমায়েত দেখে লাঠি উঁচিয়ে জমায়েত হটিয়ে দেওয়া হয়।
পাশাপাশি, জরুরি পরিষেবা দেওয়ার জন্য যে সব দোকান খোলা রয়েছে, সেখানে যাতে কোন জমায়েত না হয় তার জন্য ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেয় পুলিশ।

Previous articleএ এক অন্য পয়লা বৈশাখ, লকডাউনের নববর্ষে বৃদ্ধাশ্রমে “মনের হালখাতা”
Next articleচিনের গবেষণা বলছে, কোভিড ভাইরাস ১৩ ফুট উঁচুতেও ভেসে বেড়ায়!