করোনার ভবিষ্যদ্বাণী ছিল ভারতীয় শাস্ত্রে! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রায় ১০০০ বছর আগে মহামারির ইঙ্গিত দিয়েছিল ভারতীয় শাস্ত্র। রিপোর্ট বলছে , ‘নারদ সংহিতা’য় করোনার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। সর্বভারতীয় সংবদাপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহামারির ফলে কী কী হবে তা নিয়েও কিছু ইঙ্গিত দেওয়া রয়েছে।

নারদ সংহিতায় রয়েছে, ২০১৯ সালের শেষে যে সূর্যগ্রহণ হবে সেই সময় থেকেই মহামারির প্রভাবে বিশ্ব ওলট পালট হয়ে যাবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে সূর্যগ্রহণ হয়েছে। ডিসেম্বর মাসেই চিনে করোনার অস্তিত্ব মেলে। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের ইঙ্গিত রয়েছে এই সংহিতায়।

ফরাসী জ্যোতিষবিদ নস্ত্রাদামুসও একই ইঙ্গিত দিয়েছিলেন।

Previous articleলকডাউনের নববর্ষে তৈরি হলো নতুন গান, গাইলেন ১৬ জন তরুন শিল্পী
Next articleট্রেন চলার গুজব! বান্দ্রায় লকডাউন ভেঙে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জমায়েত, লাঠিচার্জ