বাংলায় করোনা আক্রান্ত ২৩১, রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে বেড়েছে ১৮, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ জন। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৩ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বাংলার আরও ১৮ জন মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৮২ জন। যা রাজ্যের দেওয়া তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক অনেকটাই। গতকাল বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, বাংলায় করোনা অ্যাকটিভ ১৩২ জন। অর্থাৎ বাকি ৫০ জনের করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের তথ্যের ফারাক রয়েই গিয়েছে।

Previous articleমাধুরীর নয়া রেসিপি আপনিও শিখে নিন
Next articleএটাই প্রকৃত কেরল মডেল? পুলিশি নিষ্ঠুরতায় অসুস্থ বাবাকে কাঁধে নিয়ে হাঁটছে ছেলে!