লকডাউনে আধাসেনা মোতায়েন নিয়ে রাজ্যপালকে সমর্থন বিজেপির

রাজ্যপাল জগদীপ ধনকড় মনে করেন, একমাত্র আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলেই লকডাউন ১০০ শতাংশ সফল হবে। এবার তাঁর সেই বক্তব্যকে সমর্থন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিজেপি নেতা এক ভিডিও বার্তায় বলেন, “লকডাউনকে পুরোপুরি সফল করতে রাজ্যপাল যে আধা সামরিক বাহিনী মোতায়েনের কথা বলেছেন, তাঁকে আমরা সমর্থন করি। এখন যেটা রাজ্যপাল বলছেন, সেই একই কথাই আমি ১০দিন আগে বলেছিলাম। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, লকডাউন সম্পূর্ণ সফল করতে সেনা ও আধা সেনার প্রয়োজন। কারণ, এখনও কলকাতা ও রাজ্যের বেশকিছু অঞ্চলে লকডাউনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে।”

Previous articleলকডাউন একটা কৌশল মাত্র! কেন বললেন রাহুল গান্ধী
Next articleলকডাউনে বাইরে কেন? অর্জুন সিংয়ের পথ আটকালো পুলিশ