করোনা আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল কাউন্সিলর সেরে উঠে বাড়ি ফিরলেন

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মধ্যমগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান অরবিন্দ মিত্র। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে সুস্থ হয়েছেন তিনি। অরবিন্দবাবুর শরীরে আর কোভিডের প্রকোপ না থাকায় তাঁকে বৃহস্পতিবার ছুটি দেয় হাসপাতাল। এদিনই মধ্যগ্রামের বঙ্কিম পল্লীর বাড়িতে ফিরেছেন তিনি। মার্চের শেষ সপ্তাহ থেকেই জ্বর-সর্দিতে ভুগতে শুরু করেন এই প্রবীণ তৃণমূল নেতা। কিন্তু সাধারণ জ্বর ভেবে শুরুতে বিশেষ গুরুত্ব দেননি। এরপর এপ্রিল মাসের গোড়ায় একদিন মধ্যমগ্রাম বাজারে মাথা ঘুরে পড়ে যান। তাঁর অনুগামীরা তাঁকে নিয়ে যান বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। আরজি কর মেডিকেল কলেজ ঘুরে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে অরবিন্দবাবুর লালারসের নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ার পর কাউন্সিলরের পরিবারের লোকজন ও গাড়ির চালককেও বারাসতের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। তাঁর গাড়ির চালকের শরীরেও করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Previous article“রাস্তায় কেন?” আইসির এক প্রশ্নেই ঘরবন্দি শিলিগুড়ি
Next articleকরোনায় মৃত ও পরীক্ষা তথ্য মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, শুক্রবার ফের শুনানি