ইমেলের উত্তর দিচ্ছেন না করদাতারা, কাজ আটকে আয়করের

করদাতাদের আর্থিক স্বস্তি দিতে কর বাবদ জমা দেওয়া অতিরিক্ত টাকা ফেরানো হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়কর দফতর সূত্রে খবর, সাধারণ মানুষের অসহযোগিতায় এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

আয়কর দফতর জানিয়েছে, কর দাতাদের ইমেল করা হয়েছে। কিন্তু অনেকেই সেই ইমেলের জবাব দেননি। যে সংখ্যাটা প্রায় ১.৭৪ লাখ। যার ফলে তাঁদের রিফান্ড আটকে রয়েছে। গত এক সপ্তাহে ১০.২ লাখ করদাতাকে ৪,২৫০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।

আয়কর দফতর জানিয়েছে, টাকা সরাসরি করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অনেকক্ষেত্রেই তথ্য মিলছে না। এই পরিস্থিতিতে ভেরিফিকেশন ইমেল পাঠানো হচ্ছে। যাতে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারে করদাতা। আবার তথ্য যে সঠিক তাও জানাতে হবে ইমেলের মারফতেই।

Previous articleলকডাউনে রেশন দুর্নীতির অভিযোগ তুলে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের
Next articleহাইড্রক্সিক্লোরোকুইন: চারটি সুবিধা এনে দিতে পারে ভারতকে, কী কী?