করোনাভাইরাসের উৎস হিসেবে নাম ছড়িয়েছে চিনের উহানের। উহান প্রদেশের ল্যাবরেটরির নাম বারবার উঠে এসেছে আন্তর্জাতিক মহলে। আমেরিকার দাবি, উহানের ওই ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে ভাইরাস।

উহানের জঙ্গল ঘেরা একটি পাহাড়ের তলায় ইনস্টিটিউট অফ ভাইরোলজি। যার পাশেই রয়েছে জলাশয়। লোকালয় থেকে অনেক দূরে এই গবেষণাগার। প্রায় ৩২ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে রয়েছে। ২০১৮ থেকে গবেষণার কাজ শুরু হয় চিনের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাঙ্ক এটি। ১৫,০০০ ধরনের নমুনা নিয়ে পরীক্ষা চলছে এই ব্যাঙ্কে। জানা গিয়েছে, এমন ভাইরাস রয়েছে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।