লকডাউনকে লঘু করা হচ্ছে, কেরালা সরকারের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া কেন্দ্রের

কেরালা সরকারের সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্র। বলা হল, লকডাউনকে লঘু করে দেওয়া হচ্ছে। লকডাউন গাইডলাইন ভাঙার কাজ করছে কেরালা সরকার। এতে লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হবে।

কেন এই প্রতিক্রিয়া কেন্দ্রের? ২০ এপ্রিল মধ্যরাতের পর থেকে দেশের করোনা হটস্পট ও রেড জোন বাদ দিয়ে অন্যত্র কিছু ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু এই ছাড়ের তালিকার বাইরে কেরালা সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের রেস্তোরাঁগুলিকে খুলে দেওয়া হবে এবং সন্ধে সাতটা পর্যন্ত খাওয়াদাওয়া করা যাবে। এছাড়াও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অল্প দূরত্বে রাজ্যের মধ্যে বাস চলাচল শুরু করা হবে। এই সিদ্ধান্তগুলিতে আপত্তি জানিয়েই কেন্দ্র বলেছে, লকডাউন লঘু করার চেষ্টা হচ্ছে।

Previous articleকিটের গুণমান খারাপ, ত্রুটিপূর্ণ, রাজ্যের অভিযোগ মানলো নাইসেড, ICMR
Next articleদুই নামজাদা আইনজীবীর ‘দু’টাকা’ দান তহবিলে! বিতর্কের ঝড় মাদ্রাজ হাইকোর্টে