লকডাউনে গুহায় বাস, উদ্ধার ৬ বিদেশি

দেশ জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় নিজের দেশে ফিরতে পারেননি ওঁরা ৬ জন। উত্তরাখণ্ডের লছমনঝোলার কাছে এক গুহায় আশ্রয় নিয়েছিলেন ৬ বিদেশি।

৬ জনের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ। ইউক্রেনের বাসিন্দা দু’জন। বাকিরা তুরস্ক, আমেরিকা, ফ্রান্স এবং নেপালের বাসিন্দা। নিজেদের সঙ্গে যা জিনিস ছিল তা নিয়েই বিদেশিরা গুহায় থাকছিলেন। কাঠ জ্বালিয়ে খাবার তৈরি করেছেন। বিদেশিরা জানান, হোটেল ভাড়া না থাকায় ২৪ মার্চ থেকে গুহায় থাকছিলেন তাঁরা।

শনিবার স্থানীয়রা খবর দেয় পুলিশকে। এদিন পুলিশ তাঁদের গুহা থেকে উদ্ধার করেন। পুলিশ অফিসার রাজেন্দ্র সিং জানিয়েছেন, ” দু’মাস আগে হৃষিকেশে এসেছিলেন ওই ৬ জন। তাঁদের কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।” এদিকে সংশ্লিষ্ট রাজ্য পুলিশের ধারণা, প্রায় ৬০০-৭০০ জন বিদেশি এখনও হৃষিকেশে আটকে রয়েছেন।

Previous articleউত্তরপাড়া পুরভবনে অটোমেটিক স্যানিটাইজ টানেল
Next articleপুলিশের গান্ধীগিরি, গোলাপ-মিষ্টিতে পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা