পুলিশের গান্ধীগিরি, গোলাপ-মিষ্টিতে পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা

লকডাউনের দ্বিতীয় পর্যায় প্রশাসন ব্যাপক তৎপর। কারণ, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। একটু অসচেতনতা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এদেশ তথা রাজ্যে।

তাই সরকারি নির্দেশিকা মেনে সংক্রামক থেকে যাতে দূরে থাকতে প্রয়োজন ১০০ শতাংশ লকডাউন।

কিন্তু এখনও অনেক মানুষ রাস্তায় অযথা ভিড় করছে। তাই এবার জনগণকে সচেতন করার জন্য অভিনব উপায় অবলম্বন করলো চন্দননগর পুলিশ কমিশনারেট। কোনোরকম বল প্রয়োগ নয়, মানুষকে সচেতন করতে একেবারে গান্ধীগিরি দেখালো পুলিশ।

চন্দননগর থানার ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে মানুষকে মিষ্টিমুখ করালেন ও মাক্স বিতরণ করলেন। সঙ্গে হাতে দেওয়া হলো গোলাপ ফুল। এবং সোশ্যাল ডিসটেন্স যাতে পালন করা সেকথা পথ চলতি মানুষকে ফের একবার অনুরোধ করে বলা হলো।

Previous articleলকডাউনে গুহায় বাস, উদ্ধার ৬ বিদেশি
Next articleকরোনা আতঙ্কের মধ্যেই টাকা লুঠ তুফানগঞ্জে