চিন সম্পর্কে ট্রাম্পের অবস্থান সঠিক, মত ডাঃ নাদিয়া স্ক্যাডলোর

চিন সম্পর্কে ট্রাম্প যা বলেছেন তা সঠিক। এমনটাই বক্তব্য

হাডসন ইনস্টিটিউটের গবেষক ডাঃ নাদিয়া স্ক্যাডলোর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সুরক্ষা পরামর্শদাতা করোনাভাইরাস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রশংসা করেন ট্রাম্পের।

স্ক্যাডলো বলেন, “গত ১৫ বছর ধরে লক্ষ্য করা হয়েছে চিন কী করছে। ডিসেম্বরের গোড়ার দিকে এই ভাইরাস চিনে দেখা যায়। অথচ তারা কোনও কিছু জানায়নি। উপরন্তু প্রমাণ লোপাট করেছে। একাধিক গবেষণাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বিশ্বেই ভাইরাস ছড়ানোর জন্য ওই দেশই দায়ী। প্রায় ২০ জানুয়ারি পর্যন্ত এই সংক্রমণকে অস্বীকার করেছে চিন।” তাঁর কথায় ট্রাম্প আসলে গত তিন বছর ধরে যা নিয়ে কথা বলছিলেন, দুর্ভাগ্যক্রমে আজ তার প্রমাণ দেখা যাচ্ছে।