২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৬, জানালেন মুখ্যসচিব

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, গতকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৭৪ জন। আজ তা বেড়ে হয়েছে ৩০০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছে।

মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন। এখনও পর্যন্ত মোট কোভিড ১৯ টেস্টের সংখ্যা ৭০৩৭টি। ৮৫৫টি টেস্ট হয়েছিল গতকাল।

এখনও পর্যন্ত ৪৬৯৫ জন সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন। এবংহোম কোয়ারেন্টাইনে আছেন ৩১ হাজার ২৩ জন।