Sunday, January 11, 2026

বিরোধী সুরেই ৮ চিকিৎসক সংগঠনের চিঠি মুখ্যমন্ত্রীকে, সই করলেন তৃণমূল সাংসদও

Date:

Share post:

রাজ্যের চিকিৎসকদের ৮টি সংগঠন একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪ পাতার একটি চিঠি লিখে করোনা-যোদ্ধা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা-সহ একাধিক দাবি জানিয়েছে৷ চিঠির একদম শেষে বলা হয়েছে, “একক লড়াই চালিয়ে এই যুদ্ধে সরকার জয়ী হতে পারবে না, যৌথভাবে লড়াই চালাতে হবে৷” এই চিঠিতে যারা সই করেছেন তাদের অন্যতম তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ ওদিকে টুইট করে এ রাজ্যের চিকিৎসকদের ৮টি সংগঠনের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য৷

এই চিঠিতে মোট ১১ দফা দাবি জানানো হয়েছে৷ বলা হয়েছে, রাজ্য সরকারের কমিটিতে প্রকৃত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্ত করা প্রয়োজন৷ Virologists, Epidemiologists, Pulmonologists, Public Health Experts-দের এই কমিটিতে আনতে হবে৷ ICMR-এর গাইডলাইন মেনে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ‘করোনা টেস্টিং সেন্টার’ চালু করতে হবে৷ প্রতিটি মহকুমাস্তরে নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করতে হবে৷ পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পাঠাতে হবে৷ ICMR এবং WHO-এর গাইডলাইন মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের PPE এবং মাস্ক সরবরাহ করতে হবে৷ করোনা আক্রান্তদের যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা দেওয়া না গেলে তাঁরাও এই রোগে আক্রান্ত হতে পারেন৷ তেমন হলে আরও বড় সংকট তৈরি হবে৷ আগামীদিনে এই কারনেই আরও বেশি সংখ্যক হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে৷ করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ডেথ সার্টিফিকেট দিতে হবে ICMR এবং WHO-র গাইডলাইন মেনে৷ ICMR গাইডলাইন মেনেই কোভিড-১৯ আক্রান্ত ও স্বাস্থ্যকর্মীদের পরিবহণের ব্যবস্থা করতে হবে৷

৮টি চিকিৎসক সংগঠন এক বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছেন৷ বৈঠকটি হয়েছে কলকাতার IMA দফতরে৷ চিকিৎসকদের এই যৌথমঞ্চে সামিল হয়েছে ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA), ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ( WBDF), অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স ( AHSD), ডক্টর্স ফর পেশেন্টস (DOPA), হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন ( HSA), সার্ভিস ডক্টর্স ফোরাম ( SDF), মেডিক্যাল সার্ভিস সেন্টার (MSC), শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ( SSU)৷

চিকিৎসক মহলের বক্তব্য, এই ৮ চিকিৎসক সংগঠনের দাবি ও বক্তব্যের সঙ্গে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবিরের বক্তব্যের আশ্চর্যজনক মিল রয়েছে৷ সেক্ষেত্রে একজন তৃণমূল সাংসদের এই দাবিসমূহকে সমর্থন করা বিস্ময়কর৷

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...