ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ হোম কোয়ারেন্টাইনে!

ত্রাণ দিতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত দুপুরে হিলি সীমান্ত দিয়ে যাচ্ছিলেন। এই সময় মঙ্গলপুর এলাকায় স্থানীয় পুলিশ তাঁকে আটকায়। বলা হয় তাঁকে যেতে দেওয়া হবে না, যাওয়ার অনুমতি নেই। কারণ জানতে চাইলে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে। সুকান্ত ঘটনাস্থল থেকেই রাজ্যপালকে ফোন করেন এবং পরিস্থিতি জানান। বালুরঘাটের ডিএম এবং এসপির সমস্ত ঘটনা জানার পর কোনওরকম কারণ ছাড়াই বিজেপি সাংসদকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন। যা এই ঘটনাকে অন্য মাত্রা দিয়েছে। বিজেপির অভিযোগ, সাংসদদের ন্যূনতম অধিকার কেড়ে নিতেই এই হোম কোয়ারেন্টাইনের ফাঁদ পাতা হয়েছে। এলাকার আর এক সাংসদ অর্পিতা ঘোষ এদিনই ত্রাণ দিতে অন্য একটি এলাকায় যান এবং তাকে অনুমতি দেওয়া হয়। অথচ সুকান্তকে দেওয়া হয়নি।কেন? প্রশ্নের উত্তর নেই।

Previous articleকরোনা নিয়ে রাজ্য-কেন্দ্র তরজা: ‘গুঁতোগুতি’ বলে কটাক্ষ অশোক ভট্টাচার্যের
Next articleএবার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে FIR বালুরঘাট থানায়