লকডাউন বোঝাতে রাজপথে মাইকিং মুখ্যমন্ত্রীর

মহানগরে লকডাউন সম্পর্কে বোঝাতে গত কয়েক দিন ধরেই রাজপথে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বিকেলে প্রথমে তিনি মৌলালিতে যান। গাড়ি থেকেই মাইকিং করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে স্থানীয়দের সচেতন করেন মুখ্যমন্ত্রী। লকডাউনের সব নিয়ম মেনে চলতে আবেদন জানান তিনি।

সেখানে থেকে বেহালায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও গাড়ি থেকে মাইকিং করে লকডাউনের তাৎপর্য বোঝান তিনি। লকডাউন সফলভাবে পালন করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন পালন করতে আবেদন জানান মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। গত কয়েক দিন ধরে রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, বালিগঞ্জে গিয়েছেন তিনি। করোনার সংক্রমণ রুখতে শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউনের জেরে কেউ সমস্যায় পড়লে পুলিশকে সঙ্গে সাহায্যের নির্দেশ দেন তিনি।

Previous articleবাংলা ও গুজরাতের করোনা-পরিসংখ্যান পাশাপাশি রেখে হোক আলোচনা
Next articleশুক্রবার সকালে জবাব দেবেন ধনকড়