টাকা ফেরত না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার হুমকি ট্রাম্পের

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দান করা অর্থ ফেরত চাইলেন ডোনাল্ড ট্রাম্প। ফেরত না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ” হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই অর্থ ফেরত দিক। ওই টাকা ফেরত না দিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ শ্রমিকদের শপাওয়ার কথা। কিন্তু তাঁদের বঞ্চিত করে এই অর্থ ধনী প্রতিষ্ঠান নেবে সেটা হয় না।”

প্রসঙ্গত, করোনাভাইরাস রুখতে বিপুল পরিমাণ ‘উৎসাহদান’ প্যাকেজ ঘোষণা করেছিল আমেরিকা। যার থেকে ৮৬ লক্ষ ডলার দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। এবার সেই অর্থ ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Previous articleস্বামী বিবেকানন্দের মৃত্যুমুহূর্তে কী হয়েছিল?
Next articleমুখ্যসচিবকে ফের পত্রবোমা কেন্দ্রীয় টিম