কেন্দ্রীয় টিম নিয়ে প্রথমে বলেছিলেন,” আমাকে সন্তুষ্ট করতে না পারলে এ রাজ্যে ঘুরতে দেব না।”

সেসব আগেই শেষ।
এবার দেখা গেল টিমের পত্রবাণের জেরে এই প্রথম কিছু বিস্তারিত তথ্য দিলেন মুখ্যসচিব।

এবং দায় চাপাতে শুরু করলেন অন্যের উপর।
এতদিন সব নিজে বলছিলেন।
এখন মৃত্যু ও চিকিৎসা নিয়ে প্রশ্ন তীব্র হতেই শুক্রবার মুখ্যসচিব বললেন,” এগুলো স্বাস্থ্য দপ্তর বলতে পারবে। টিমের চিঠি ওদের কাছে পাঠানো হচ্ছে। ওরা উত্তর দেবে।”

আরেকটি ক্ষেত্রে বলেছেন,” এটা টেকনিকাল ব্যাপার। আপনারা অডিট কমিটি বা স্বাস্থ্যভবনের কাছ থেকে জেনে নিন।”

তবে তিনি বলেন, মৃত্যু নিয়ে সব রাজ্যের সঙ্গে বাংলার প্রটোকল এক।
