বাংলায় করোনায় মৃত কত?

এত রহস্যের পর বিস্তারিত তথ্য দিলেন মুখ্যসচিব।

তাতে মোদ্দা কথা, মোট ৫৭ মৃত্যু অডিট কমিটির কাছে এসেছে। তার মানে প্রতিটিই করোনাযুক্ত।

এর মধ্যে ১৮ টিকে তাঁরা করোনাতেই মৃত্যু বলছেন।

বাকি ৩৯টি ক্ষেত্রে করোনা থাকলেও তাঁরা বলছেন অন্য রোগ ছিল। তাই সেই কারণটিকেই ধরা হচ্ছে।

এই প্রথম করোনাযুক্ত ৫৭টি মৃত্যু অডিট কমিটির কাছে আসার কথা বলল রাজ্য সরকার।