ট্রাম্পের যুক্তির পাল্টা দিল জীবাণুনাশক প্রস্তুতকারক সংস্থা

বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ডেটল প্রস্তুতকারক ব্রিটিশ ফার্ম রেকিট বেনকিসার। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, জীবাণুনাশক তৈরির সবচেয়ে বড় কোম্পানি হিসেবে তাদের পরামর্শ তাদের তৈরি জিনিস মানুষের শরীরে প্রবেশ করানো যায় না। শুধুমাত্র ঘর পরিষ্কার বা হাত ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায়।

প্রসঙ্গত, দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করে ভাইরাসের সংক্রমণ রোখা যেতে পারে। এমনকী শরীরে অতি বেগুনি রশ্মিও প্রবেশ করানো যেতে পারে বলে মত তাঁর। ট্রাম্পের এই দাবির পরে নিজেদের অবস্থান স্পষ্ট করে জীবাণুনাশক প্রস্তুতকারক সংস্থা।

Previous articleএকটানা চারদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next articleপুর চিকিৎসকদের কড়া বার্তা