চিত্তরঞ্জন সেবাসদনে মৃত সন্তান প্রসব করলেন করোনা উপসর্গ থাকা প্রসূতি

এবার কলকাতার চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে এক প্রসূতির শরীরে করোনার উপসর্গ মিলেছে। কোনওরকম ঝুঁকি না নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে ওই প্রসূতিকে।

ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে তা টেস্টের জন্য পাঠানো হয়েছে।

তবে ওই প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের থেকে তাঁকে এখন এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, চিত্তরঞ্জনের প্রসূতি বিভাগ ও আইসোলেশন ওয়ার্ড স্যানিটাইজ করা হচ্ছে। অন্যান রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে প্রবল আতঙ্কের সঞ্চার হয়েছে।

জানা গিয়েছে, ওই প্রসূতির বাড়ি বালিগঞ্জের বেলতলা এলাকায়। গত ২১ তারিখ তিনি চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে ক্রমশ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তার মাঝেই তিনি মৃত সন্তান প্রসব করেন।

Previous articleকরোনা: ভারতে দ্রুত ভ্যাকসিন তৈরিতে নয়া নির্দেশ
Next articleকরোনার অনুমান আগেই করেছিল সঙ্ঘ? দাবি মোহন ভাগবতের