করোনা সংক্রমণের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বন্ধ বিচ

একদিকে করোনাভাইরাসের প্রকোপ অন্যদিকে লু। এই অবস্থায় বন্ধ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব বিচ। গরম আবহাওয়ার বালিতে শেকে নেওয়ার আশাপ্রকাশ করবেন অনেকে। যার থেকে বাড়তে পারে করোনা সংক্রমণ। তাই এই পরিস্থিতিতেই বিচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জারি হয়েছে লু সতর্কতা। লস এঞ্জেলস কাউন্টিতে বাড়িতে থাকার নির্দেশিকা দিয়েছে সরকার। জানানো হয়েছে, সব পাবলিক বিচ, পিয়ারস, পাবলিক বিচের পার্কিং এবং বিচ বন্ধ থাকবে। তবে ভেনচুরা এবং অরেঞ্জ কাউন্টির বিচ খোলা থাকবে বলে জানানো হয়েছে। বিচে সোশ্যাল ডিসট্যানসিং বজায় থাকছে কি না সেদিকে নজর রেখেছে লস এঞ্জেলস পুলিশ দফতর এবং লস এঞ্জেলস কাউন্টি শেরিফ। অন্যদিকে লস এঞ্জেলসের পথেই হেঁটেছে সান দিয়েগো। বন্ধ সব বিচ, পার্কিং লট।

Previous articleলকডাউনে গৃহবন্দি বলিউড অভিনেতা ইরফান, ছেলেকে ছাড়াই শেষকৃত্য মায়ের
Next articleলকডাউনে টাইম পাসের মাশুল, তাসের আসর থেকে করোনায় আক্রান্ত ২৪!