লকডাউনে টাইম পাসের মাশুল, তাসের আসর থেকে করোনায় আক্রান্ত ২৪!

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে স্তব্ধ গোটা দেশ। খুব প্রয়োজন ছাড়া গৃহবন্দি মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্বক্ষণ সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু কার কথা কে শোনে।

তাই অনেকেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধ্য আচরণ করে চলেছে। এবার তারই মাশুল দিতে হল। লকডাউনের একটানা ছুটিতে সময় কাটানোর উদ্দেশ্য নিয়েই বন্ধু-বান্ধব পড়শিদের নিয়ে জমিয়ে তাসের আসর বসালেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওড়ায় এক ট্রাক চালক। আর তাতেই ঘটল বিপদ। স্যোশাল ডিসটেন্সিং বিধিকে তোয়াক্কা না করার ফল মিলল হাতেনাতে। একসঙ্গে ওই অঞ্চলে করোনায় আক্রান্ত হলেন ২৪ জন ব্যক্তি।

অন্যদিকে, বিজয়ওড়ারই অন্য এক এলাকায় ওই একইরকমভাবে সামাজিক মেলামেশার জেরে অন্য এক ট্রাক চালকের থেকে আক্রান্ত হলেন একসঙ্গে ১৫ জন। এই দুই ঘটনার জেরে বিজয়ওয়াড়ায় গত দু’দিনে নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়ে পড়লেন।

Previous articleকরোনা সংক্রমণের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বন্ধ বিচ
Next articleবিজেপির মৌন প্রতিবাদ