বিজেপির মৌন প্রতিবাদ

রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে বিজেপির রাজ্য জুড়ে মৌন প্রতিবাদ। প্রত্যেক নেতা-কর্মীরা নিজেদের বাড়িতে অথবা পার্টি অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই দু’ঘন্টার প্রতিবাদে সামিল হন। বিজেপির অভিযোগ, সাংসদ, বিধায়ক, নেতাকর্মীদের ত্রাণ দিতে বাধা দিচ্ছে পুলিশ। অত্যাচার করা হচ্ছে। বেআইনিভাব বিজেপি নেতাদের কোয়ারান্টাইনে পাঠাচ্ছে এসপি-ডিএমরা। রেশন বন্টনে দুর্নীতি চলছে। অভুক্ত মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারই প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সল্টলেকে ধরণায় বসেন।

Previous articleলকডাউনে টাইম পাসের মাশুল, তাসের আসর থেকে করোনায় আক্রান্ত ২৪!
Next articleকিমের মৃত্যু ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে, মত সেনা কর্তা চুন ইন-বামের