দেখুন কোন ওষুধে সুস্থ হলেন করোনা আক্রান্তরা!

করোনা চিকিৎসায় এই ওষুধটি কি মিরাকল হতে পারে? অনেক চিকিৎসক এই দাবি কিন্তু করতে শুরু করেছেন। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে ৬জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাঁদের অক্সিজেন চলছিল। তাঁদের শরীরে ০.৩ মিলিমিটার করে মাইকোব্যাকটেরিয়াম ডব্লু প্রয়োগ করা হয়। তারপর ওই রোগীরা অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। আর তার পরিপ্রেক্ষিতেই এই ওষুধটিকে করোনা প্রতিরোধে ব্যবহার করার জোরদার দাবি উঠেছে। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা এত দ্রুত সিদ্ধান্ত নিতে নারাজ। তাঁরা আরও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে চান।

Corona update
Previous articleরেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Next articleবারাসতে নাকা চেকিং, উড়ল ড্রোন