লকডাউনের মধ্যেই ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুকেশ আম্বানির রিয়ালেন্স জিও। এবার সেই লকডাউনের মধ্যেই অনলাইন শপিং ব্যবসা চালু করল জিও। নাম জিওমার্ট। এই ব্যবসা শুরু করতে পরীক্ষামূলকভাবে এই লকডাউন পিরিয়ডকেই বেছে নিল রিলায়েন্স জিও।

এই পরিস্থিতিতে মানুষের হাতে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করল জিওমার্ট। গত বছর থেকেই এমনই অনলাইন শপিং ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল জিও। অবশেষে তা বাস্তবায়িত হল। যদিও এখন শুধুমাত্র নভি মুম্বই, থানে এবং কল্যাণেই এই পরিষেবা পাওয়া যাবে। পরবর্তী সময়ে তা গোটা দেশেই চালু হবে।

