দেশে দিনে এক লক্ষেরও বেশি পিপিই তৈরি হচ্ছে: বস্ত্রমন্ত্রক

কোভিড-১৯- এর সঙ্গে লড়তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই উৎপাদন দেশে বাড়ানো হয়েছে; দিনে এক লক্ষের বেশি তৈরি হচ্ছে বলে জানিয়েছে বস্ত্রমন্ত্রক। এর প্রায় অর্ধেকই উৎপাদন হচ্ছে বেঙ্গালুরুতে। মন্ত্রকের বক্তব্য, বেঙ্গালুরু হয়ে উঠেছে পিপিই উৎপাদনের প্রধান হাব। মোটামুটি উৎপাদনের ৫০ শতাংশ হচ্ছে সেখান থেকে।

স্বাস্থ্য মন্ত্রকের সুপারিশ মতো এটা কঠোর প্রযুক্তিগত ভাবে তৈরি করা প্রয়োজনীয় বলে জানিয়েছে বস্ত্রমন্ত্রক।
বেঙ্গালুরু ছাড়া অনুমোদিত ভাবে এই পিপিই তৈরি হচ্ছে তামিলনাড়ুর তিরুপুর চেন্নাই ও কোয়েম্বাটুর, গুজরাটের আমেদাবাদ ও ভদোদরা, পঞ্জাবের ফাগয়ারা ও লুধিয়ানা, মহারাষ্ট্রের কুসুম নগর ও ভিওয়ান্ডি, রাজস্থানের দুঙ্গারপুর, কলকাতা, দিল্লি নয়ডা সহ কয়েকটি জায়গায়।
আপাতত দেশে চারটি ল্যাবরেটরি কোভিড-১৯ এর জন্য পিপিই সার্টিফিকেট দিতে সক্ষম।

Corona update
Previous articleমর্গ ভর্তি, তাই রাস্তার ধারেই পড়ে করোনায় মৃতের দেহ
Next articleদৌড় থামল পান সিং তোমারের