Sunday, November 16, 2025

টিকিয়াপাড়া: কটাক্ষ দিলীপের, রাজনীতি বন্ধের ডাক মমতার

Date:

Share post:

হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশ নিগ্রহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, হাওড়ায় যেভাবে পুলিশকে মারধর করা হয়েছে, তাতে কি পুলিশের মনবল বজায় থাকবে? ওই ধরনের নিগ্রহের পরে তাঁদের দিয়ে মার্চপাস্ট করিয়ে করানো হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। আর এই ঘটনায় প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, হাওড়ার ঘটনা এত বেশি প্রভাব ফেলেছে, যার ফলে মুখ্যমন্ত্রীকে নিজে রাস্তায় নামতে হয়েছে। টিকিয়াপাড়া ভিডিও প্রকাশ্যে এসে যাওয়ার জন্য পুলিশ আধিকারিককে বদলি করা হল বলে অভিযোগ করেছেন দিলীপ।

যদিও এর আগেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী টিকিয়াপাড়ার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, এই ঘটনায় কঠোর পদক্ষেপ করেছে সরকার। ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও এই ঘটনাকে হাতিয়ার করে সরকারের সমালোচনা করতে চাইছে বিরোধীরা।
এদিন দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, সত্য চাপা দিতে ভয় দেখাচ্ছে সরকার। হাসপাতলে মৃতদেহ জমা হচ্ছে। তিনি বলেন, এইসব খবর যাতে বাইরে না আসে সেই কারণেই মোবাইল ফোন নিয়ে হাসপাতালে ঢোকা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ। তাঁর মতে, সত্য জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁদের ডেকে নিয়ে গিয়ে 12 ঘণ্টা জেরা করা হচ্ছে।

তিনি বলেন, এই সময় মুখ্যমন্ত্রী বিরোধীদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছেন। অথচ করোনা পরিস্থিতির একেবারে প্রথম দিকে একবার বিরোধীদের সঙ্গে বৈঠক করার পরে আর তাঁদের সঙ্গে তিনি কথা বলেননি। এমনকী মুখ্যমন্ত্রী ফোন ধরেন না বলেও অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তাঁর কথায়, যদি সহযোগিতা চাইতেন বিরোধীদের তাহলে কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনও দিশা কমিটি নেই।
রেশন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রেশন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যবাসী। সেটাকে বিজেপির উস্কানি বলে দেখাতে চাইছে রাজ্য সরকার। বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বাড়িতে আটকে রাখা হচ্ছে। এমনকী তাঁদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

spot_img

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...