দায়িত্ব পালন করতে গিয়ে মার খেতে হয় পুলিশকে, এ ভয়ঙ্কর অপরাধ: সোমেন

করোনা জেরে রাজ‍্যেজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। তারই মাঝে গতকাল, মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় দায়িত্ব পালন করতে গিয়ে কিছু উৎশৃঙ্খল লোকের হাতে মার খেতে হয় পুলিশকে।

বুধবার তারই নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ভিডিও বার্তায় জানিয়েছেন, “হাওড়া টিকিয়াপাড়া ঘটনা খুব দুঃখ জনক। পুলিশকে দায়িত্ব পালন করতে গিয়ে মার খেতে হয়, এর থেকে অপরাধের কিছু থাকে না। করোনা ভাইরাসকে রুখতে একমাত্র সামাজিক দূরত্ব ছাড়া আর কোন প্রতিকার নেই’।

এছাড়াও তিনি জানিয়েছেন, লকডাউন যারা ভেঙ্গেছেন তাদেরকে শাস্তি দেওয়া হোক।

দেখুন ভিডিও…

Previous articleরেললাইন ধরে নেপাল যাওয়ার চেষ্টা, ২৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠাল বারাণসী পুলিশ
Next articleঋণখেলাপিদের ঋণ মকুব নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী