রাজ্যে নয়া করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ ঘটনা ঘটেছে তিন জেলা-কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায়। এছাড়া হুগলি থেকেও নয়া সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার নবান্ন একথা জানান মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ রুখতে সরকারের তরফে যে পদক্ষেপ করা হয়েছে, তাতে কিছুটা ফল মিলছে বলেও দাবি মুখ্যসচিবের। তাঁর দাবি, এই মুহূর্তে রাজ্যে করোনা মুক্তির হার ১৮ শতাংশ। রাজ্যের আটটি জেলা এখন করোনা-মুক্ত।
