জোরালো হচ্ছে পরিযায়ী স্পেশাল ননস্টপ ট্রেনের দাবি, মে দিবসে মোদির হস্তক্ষেপের আর্জি

শুক্রবার মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিন। লকডাউন শেষ হলে ৪ মে দেশের লক্ষ লক্ষ শ্রমিক যাতে নির্বিঘ্নে নিজের রাজ্যে ফিরতে পারেন সেজন্য কি বিশেষ পরিযায়ী স্পেশাল ট্রেন চালু করবে কেন্দ্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত ট্রেন চালুর দাবি উড়িয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বিশেষ বাসের ব্যবস্থা করতে বললেও অধিকাংশ রাজ্যই জানিয়েছে এই ব্যবস্থা বাস্তবোচিত নয়। কেন্দ্রীয় সরকার সংক্রমণের যুক্তি দিলেও কেরালা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্য দাবি করেছে ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালালে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। আশেপাশের রাজ্য হলে বাসের ব্যবস্থা করা সম্ভব, কিন্তু সুদূর দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যাতায়াতে বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। আর সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হলে বাস প্রতি গড়ে ২৫ জন শ্রমিককে নিতে হয়। সেক্ষেত্রে রাজ্যগুলির পক্ষে লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। এই অবস্থায় ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালুর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কেরালা, বিহার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, বাসে ফেরানোর প্রস্তাব অবাস্তব ও আদৌ গ্রহণযোগ্য নয়। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালুর দাবি করছি। এদিকে অধিকাংশ রাজ্য সরকারই নোডাল অফিসার নিয়োগ করে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের তালিকা বানানো শুরু করে দিয়েছে।

 

Previous articleনয়া করোনা আক্রান্তদের ৮০ শতাংশই কলকাতা-সহ তিন জেলার: মুখ্যসচিব
Next articleপড়ুয়াদের বাড়ি পৌঁছতে প্রস্তুত উত্তরবঙ্গ, জানালেন গৌতম দেব