করোনায় আক্রান্ত পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী

করোনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। রাজ্যে ফের চিকিৎসা ক্ষেত্রে করোনা আক্রান্তের হদিশ মিলল। বুধবার পিয়ারলেস হাসপাতালের দুজন চিকিৎসক, একজন নার্স এবং দুজন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু এই পিয়ারলেস হাসপাতালেই।

যদিও রাজ্যে চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার খবর নতুন নয়। তবে পিয়ারলেস হাসপাতালে নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে। পিপিই পরেও কীভাবে করোনা আক্রান্ত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবারই করোনা আক্রান্ত দুই চিকিৎসককে সল্টলেক আমরি হাসপাতালে এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়।

Previous articleসোশ্যাল মিডিয়ায় শেষ বার্তায় কী জানিয়েছিলেন ঋষি?
Next articleএকনজরে ভারতের কোভিড পরিস্থিতি