সোশ্যাল মিডিয়ায় শেষ বার্তায় কী জানিয়েছিলেন ঋষি?

নিউ ইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে মাসখানেক আগেই ফিরেছিলেন। তাতেও শেষ রক্ষা হলো না। চলে গেলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ৬৭ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা।

লকডাউন শুরু হওয়ার পর স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের বাড়িতে ছিলেন ঋষি। লকডাউন মেনে চলার জন্য দেশবাসীর কাছে আবেদনও জানান তিনি। গত ২ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় শেষ বার্তা দেন ঋষি কাপুর। তার আগে ভাগ্নে আরমান জৈনের বিয়ে উপলক্ষে দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু বিয়ের আগের রাতেই অুসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। দিল্লির বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে আসেন ঋষি। দিল্লি থেকে মুম্বই ফিরে ফের হাসাপাতালে ভর্তি করা হয় তাঁকে। সে যাত্রাতে উতরে গিয়েছিলেন ঋষি। কিন্তু বুধবার ভর্তি হওয়ার পর, আর ফিরলেন না অভিনেতা।

Previous articleঅবশেষে ফিরল হুঁশ, রেড জোনে অচেনা কোলে মার্কেট
Next articleকরোনায় আক্রান্ত পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী