৩মে দিনভর দেশজুড়ে সেনাতৎপরতা; কেন জানুন

তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত বললেন:

সেনাৎপরতা। তবে অন্যরকম। এবার করোনাযোদ্ধাদের সম্মান জানাতে।

কঠিন সময়। যোদ্ধাদের সম্মান জানাই। দেশ একযোগে দাঁড়িয়েছে। কখনও করতালি দিয়ে। কখনও প্রদীপ জ্বালিয়ে। নিয়ম মানছে।
৩মে রবিবার বিশেষ কর্মসূচি।

বিমানবাহিনী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উড়বে।

হাসপাতালের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি।

নৌবাহিনীও সমুদ্র আলোকিত করবে।
স্থলবাহিনী কোভিড হাসপাতালে ব্যান্ড উপস্থাপন করবে।
পুলিশ স্মারকে শ্রদ্ধা জানানো হবে।
বিস্তারিত পরে জানানো হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেও সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
লকডাউন বাড়ছে ধরে নিয়েই দেশবাসীর মনোবল বাড়াতে নামছে সেনা।

Previous article১৭ মে পর্যন্ত বাড়তে চলেছে লকডাউন?
Next articleদেশজুড়ে লকডাউন বাড়ানো হলো ১৭ মে পর্যন্ত