জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ, গ্রেফতার বহিস্কৃত বিজেপি নেতা

জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের বহিষ্কৃত বিজেপি নেতাকে গ্রেফতার করল এনআইএ। অস্ত্র সরবরাহের অভিযোগে বিজেপি নেতা তারিক আহমেদ মীরের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও বিজেপি জানিয়েছে ২০১৮ সালে তারিক আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার ওয়াচি থেকে বিজেপির টিকিটে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এমনকী দলীয় সমাবেশে ওই বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তিনি। বিজেপির এক মুখপাত্র আলতাফ ঠাকুর বলেছেন, “আমরা জানি না যে তিনি কীভাবে বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন।”

হিজবুল গোষ্ঠীর অন্যতম সদস্য নাভিদ জিজ্ঞাসাবাদে জানিয়েছিল, তারিক আহমেদ তার দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিলেন। বৃহস্পতিবার তারিক আহমেদ জম্মুর এনআইএ আদালতে হাজির করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Previous articleসত্যজিৎ রায়ের জন্মভিটেতে পুষ্পাঞ্জলি, সঙ্গে অন্নবিতরণ
Next articleউত্তরবঙ্গে সীমান্ত পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের