লকডাউন: সমস্যায় অন্য রোগে আক্রান্তরা

করোনা আবহে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগীরা। বারবার সেই ছবি সামনে এসেছে। এবার পক্ষাঘাতে আক্রান্ত সমস্যায় পড়লেন শ্রীরামপুরের ৩ নং কলোনির বাসিন্দা বনানী সাহা।

প্রতি মাসেই চেক আপ করাতে হয়। এদিকে লকডাউন চলায় প্রায় এক মাস ধরে বন্ধ চিকিৎসকের চেম্বার। স্বামীকে নিয়ে অন্য চিকিৎসকের চেম্বারে গিয়ে দেখেন সেখানেও তালা ঝুলছে। ফোন করলেও রোগী দেখতে চাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে ফোনে বলে দেওয়া ওষুধ খাওয়ান তিনি। বনানী সাহা বলেন, “করোনায় আক্রান্ত রোগী ছাড়া এখন সব মানুষ কি সুস্থ ? বাকিদের কোনও রোগ নেই ? একটাই অনুরোধ অবিলম্বে চিকিৎসকদের চেম্বার খুলুক। এমন বহু রোগী রয়েছেন যাদের ডাক্তার দেখানো প্রয়োজন।”

এদিকে শহরেরই চিকিৎসক ডা: পি কে দাস অবশ্য উল্টো পথে হেঁটেছেন। নিজের বাড়ির চেম্বার নিয়মিত খোলা রেখেছেন। তিনি জানান, “লকডাউনে, করোনার ভয়ে প্রথমে চেম্বার বন্ধ রেখেছিলাম, কিন্তু যত দিন গিয়েছে রোগী ও রোগীর পরিবারের ফোন আসছে,তাই বহু অসহায় মানুষের মুখের দিকে এখন চেম্বার খোলা রাখছি।”

Previous articleনতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ এআইসিটিই-র, মানতে হবে নির্দেশিকাও
Next articleআপত্তিজনক পোস্ট করায় এপ্রিলে ১৩০ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ