নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ এআইসিটিই-র, মানতে হবে নির্দেশিকাও

নতুন শিক্ষাবর্ষের জন্য ক্যালেন্ডার প্রকাশ করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন তথা এআইসিটিই।

ইঞ্জিনিয়ারিং কলেজ ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলিকে কয়েক দফা নির্দেশিকাও দেওয়া হয়েছে।
অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, নতুন পড়ুয়াদের জন্য নয়া শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। পিজিডিএম এবং পিজিসিএম এর নতুন শিক্ষাবর্ষের ক্লাস ১ জুলাই থেকে শুরু হবে। দূর শিক্ষার কোর্সের ক্ষেত্রে ভর্তির সময়সীমা ১৫ অগস্ট থেকে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে।

একই সঙ্গে কলেজগুলিকে কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি হলো –

১. লকডাউনের আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষা না নেওয়া হলে, ২৯ এপ্রিল ২০২০ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে নতুন ক্লাসে প্রমোশন দিতে হবে।

২. ২০২০-২১ শিক্ষাবর্ষে কোনও কলেজ ভর্তি-সহ অন্যান্য ফি বাড়াতে পারবে না।

৩. কলেজগুলি এআইসিটিই-কে জানিয়েনতুন শিক্ষাবর্ষে অনলাইন প্রক্রিয়ায় ক্লাস শুরু করতে পারবে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করলে তবেই ‘ফেস টু ফেস’ ক্লাস শুরু করা যাবে।

৪. লকডাউনের কারণে কোনও কলেজ স্নাতক কোর্সের ফাইনাল পরীক্ষা নিতে না পারলে পড়ুয়াদের প্রবেশনাল অ্যাডমিশন দিতে হবে। কারণ, ছাত্রছাত্রীদের ৩১ ডিসেম্বর,২০২০ তারিখের মধ্যে স্নাতক স্তরের পাঠ শেষ করার প্রমাণ দিতে হবে।

৫. রেড জোনে অবস্থিত প্রতিষ্ঠানগুলি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে।

৬. করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের উপযুক্ত নির্দেশিকা মানতে হবে।

৭. কোভিড – ১৯ সংক্রমণ রোধ করতে একসঙ্গে লড়াই করার আবেদন জানিয়েছে কাউন্সিল।

Previous articleআরও প্রাণঘাতী ভাইরাসে মহামারীর আশঙ্কা বিজ্ঞানীদের !
Next articleলকডাউন: সমস্যায় অন্য রোগে আক্রান্তরা