Thursday, May 15, 2025

কোভিড ওয়ারিয়রদের জন্য ১০ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের ক্যাটাগরি নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

মারণ ভাইরাস কোভিড-১৯’র বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা ফ্রন্ট লাইন থেকে লড়াই করছেন, সেই সকল করোনা বিরোধী যোদ্ধাদের জন্য আজ, রবিবার ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল রাজ্য সরকার।

এই যোদ্ধাদের মধ্যে আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা সাফাইকর্মী থেকে শুরু করে সাংবাদিকরাও। রবিবার “বিশ্ব প্রেস ফ্রিডম ডে” বা “সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস” উপলক্ষ্যেই স্বাস্থ্যবিমায় সাংবাদিকদেরও সংযুক্ত করল রাজ্য সরকার।

এদিন নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “‘বাংলায় আমাদের সরকার সাংবাদিক-সহ কোভিড–১৯’র সামনের সারির সব যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল। আমরা সাংবাদিকদের সম্মান করি এবং বাংলায় আমাদের সরকার তাঁদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে।”

একইসঙ্গে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম তাই তাঁদের অকুতোভয় হয়ে কর্তব্য পালন করতে হবে।

তবে একটা বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সাংবাদিক বা চিত্র সাংবাদিক বলে যাঁদের উল্লেখ করা হচ্ছে, তাঁরা ঠিক কোন ক্যাটাগরির তার স্পষ্ট উল্লেখ নিয়ে এই ধোঁয়াশা। তাঁরা কি সকলেই সরকারি কার্ডধারী, নাকি কার্ড নেই এমন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও সরকারের এই প্রকল্পের আওতায় আসবেন?

কারণ, খুব মুষ্টিমেয় সাংবাদিকদেরই সরকারি কার্ড আছে। কিন্তু করোনা সঙ্কটের মধ্যে আরও অনেক সাংবাদিক বা চিত্র সাংবাদিক কাজ করছে, যাঁদের সেই কার্ড নেই। এবং কার্ড না থাকা সাংবাদিকের সংখ্যাটাই বেশি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কঠিন সময়ে টাটকা খবরে সবচেয়ে বেশি এগিয়ে আছে ওয়েব পোর্টালগুলি। কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরই কোনও সরকারি স্বীকৃতি নেই। তাহলে এই সকল সংস্থায় কাজ করা সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই প্রশ্ন কিন্তু সাংবাদিক মহলেই ঘুরপাক খাচ্ছে।

spot_img

Related articles

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের...

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার...

মঙ্গলে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী...