কেমন করে কাটতে হবে শ্রমিক ট্রেনের টিকিট

দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সারা দেশে সবরকমের পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে ৷ কিন্তু সরকারের তৎপরতায় ১মে থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন। সেই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। সেই ট্রেনের বিষয়ে ফের এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল মন্ত্রক৷

■ শ্রমিক ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেলওয়ে ৷

■ নির্দিষ্ট যাত্রা শুরুর ও একদম শেষের স্টেশনের নাম টিকিটে প্রিন্ট করা থাকবে

■ স্থানীয় সরকার নিজেদের ব্যবস্থাপনায় সেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেবে

■ ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলবে এই ট্রেন

■ কেবলমাত্র শুরু আর শেষের স্টেশনেই থামবে এই বিশেষ শ্রমিক ট্রেনগুলি

■ ট্রেনে যাত্রীদের তোলার সময় শারীরিক পরীক্ষা করা হবে

■ যাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই তারাই এই ট্রেনে চাপতে পারবেন ৷

■ এক একটি ট্রেনে সবচেয়ে বেশি ১২০০ জন করে পরিযায়ী শ্রমিক উঠতে পারবেন

■ যে রাজ্য থেকে ট্রেন ছাড়বে সেই রাজ্য ট্রেনের যাত্রীদের জন্য খাবার প্যাকেট ও জলের ব্যবস্থা করবে

■ ১২ ঘণ্টার বেশি যাত্রায় একজন যাত্রী পিছু একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে

Previous articleএকনজরে বাংলার করোনা পরিস্থিতি
Next articleকোভিড ওয়ারিয়রদের জন্য ১০ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের ক্যাটাগরি নিয়ে ধোঁয়াশা