পরিযায়ীদের ফেরাতে টিকিটের টাকার সঙ্গে সারচার্জও চাইল রেল!

কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা। একদিকে পাশে দাঁড়ানোর আহ্বান। অন্যদিকে পরিযায়ীদের ফেরাতে কড়ায় গণ্ডায় টিকিটের দিতে হবে বলে মোদি সরকারের ঘোষণা। সমালোচনা সর্বত্র। ক্ষুব্ধ বিরোধীরা। শুধু তাই নয়, টিকিটের উপর সারচার্জও নেওয়া হবে, যা টিকিট প্রতি ৫০টাকা। অবাক কাণ্ড!

পরিযায়ী শ্রমিক, পর্যটক, বা তীর্থক্ষেত্রে গিয়ে আটকে যান বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। দীর্ঘ ৪০ দিন ধরে তাঁরা আটকে থাকায় অর্থ ও রসদ শেষ। অনেকে অনাহারে, অর্ধাহারে কাটাচ্ছেন। সেই অবস্থায় টিকিটের টাকা কোথা থেকে পাবেন? কেন্দ্রের যুক্তি, যদি টিকিটের টাকা বা ভাড়া না নেওয়া হয়, তাহলে।স্টেশনে মুম্বইয়ের পরিস্থিতি তৈরি হবে। রাজ্য এই অর্থ দিয়ে দেয় তাহলে সমস্যা মিটবে। পাল্টা বিরোধীরা বলছেন, এই অর্থ কেন্দ্র দিলেও তো সমস্যা মেটে। কেন্দ্র তাহলে করোনার জন্য তহবিল তৈরি করেছে, সেগুলি কোথায় ব্যবহার হবে? আর পরিযায়ী শ্রমিকরা নিঃস হয়ে গিয়েছেন এই সময়ে। তাঁরা টাকা পাবেন কোথা থেকে? বিরোধীরা বলছেন, সরকার ব্যবসায়ীদের মতো ব্যবহার করছেন। এটা মোটেই মানবিক নয়।

Previous articleনিজেই ঘরে তৈরি করে ফেলুন মুখরোচক ভেলপুরি
Next articleকবে পাবেন মহিলা জনধন প্রকল্পের টাকা?