ভারতে করোনা টেস্ট ১০ লক্ষ পেরিয়েছে, সংক্রমণ বাড়লেও সুস্থ হওয়ার হার ২৭.৫২ শতাংশ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১০ লক্ষ পরীক্ষা করা হয়ে গিয়েছে ভারতে। এই পরীক্ষার পরিমাণ বেশি হওয়ার জন্য আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক বেশি। কিন্তু সেইসঙ্গে পাল্লা দিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠার হার ২৭.৫২ শতাংশ। যা ১৪ দিন আগেও ২০ শতাংশের নীচে ছিল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮৩৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৭৩। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৩৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গিয়েছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১১৭৬২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৯৬৮৫।

Previous articleরেড জোনে মুখ্যসচিবের ছাড় আতঙ্ক বাড়াচ্ছে, পুলিশের পক্ষে সর্বত্র নজরদারি অসম্ভব
Next article“অনেক যুদ্ধ-মহামারি দেখেছি, এমন স্তব্ধতা দেখিনি”, করোনার দাপটে আতঙ্কে লতা