নতুন রেশন কার্ড না থাকায় রেশন পাননি- এই অভিযোগে বিক্ষোভ গোঘাটে। গোঘাট দু-নম্বর ব্লকের বহু মানুষ রেশন কার্ড না পাননি বলে অভিযোগ। সোমবার, এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে রেশন না পেয়ে তাঁরা আন্দোলনে শামিল হন। তাঁদের দাবি, গত ৫ বছর ধরে পুরনো রেশন কার্ড পরিবর্তনের ফর্ম ফিলাপ করলেও, তাঁরা নতুন রেশন কার্ড না পাওয়ায় বর্তমানে রেশন পাচ্ছেন না। এর প্রতিবাদে তাঁদের বিক্ষোভ কর্মসূচি।
