লকডাউন: নয়া নির্দেশিকা জারি রাজ্যের, কোন কোন বিষয়ে ছাড়?

কেন্দ্রের নির্দেশিকা আগেই প্রকাশিত হয়েছে। লকডাউনের তৃতীয় পর্যায় কী কী বিষয়ে ছাড় থাকবে- তা নিয়ে সোমবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্নে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, পরিস্থিতি বিচার করে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন রাজ্য সরকার। কিন্তু সব ক্ষেত্রেই মানতে হবে লকডাউনের নিয়ম।

একনজরে দেখে নেওয়া যাক নির্দেশিকায় কোন কোন বিষয়ে ছাড় মিলল-

• গ্রিন জোনে জেলার মধ্যে বাস চলাচল জন্য অনুমতি রাজ্যের

• জেলার সীমানা ছাড়িয়ে বাইরে যেতে পারবে না

• বিশেষ পাস নিতে হবে

• দূরত্ব বজায় রেখে কম সংখ্যক যাত্রী নিয়ে চালাতে হবে বাস

• মিষ্টির দোকানের সময়সীমা বাড়ল, সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান

• চা-পানের দোকান খোলা যাবে, কিন্তু দোকানে চা পান করা যাবে না, কিনে নিয়ে বাড়ি যেতে হবে

• অত্যাবশ্যকীয় পণ্যে যে ছাড় আছে, তা বহাল থাকবে

• পরিস্থিতি দেখে দোকান খোলার অনুমতি দেওয়া হবে

• 25% কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা যেতে পারে, সময়সীমা সকাল 10 টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত

• তবে work-from-home করার উপরেই জোর দিচ্ছে রাজ্য সরকার

• প্রাইভেট গাড়িতে চালক সহ দুজন যাত্রী থাকতে পারবেন

• নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

• শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা যাবে না

• সাতজনের বেশি জমায়েত করা যাবে না

• মিছিল বা দলবদ্ধ ভাবে যাতায়াতে অনুমতি দেওয়া হবে না

রাজীব সিনহা জানান, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Previous articleরিলায়েন্স জিও-তে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক
Next articleরেড জোনে মুখ্যসচিবের ছাড় আতঙ্ক বাড়াচ্ছে, পুলিশের পক্ষে সর্বত্র নজরদারি অসম্ভব