রিলায়েন্স জিও-তে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক

এবার রিলায়েন্স জিওতে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক। সোমবার বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে ওই সংস্থা।

ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখতেই জিও -র সঙ্গে গাঁটছড়া বাঁধল মার্কিন বেসরকারি ইকুইটি সংস্থা সিলভার লেক। সংস্থাটির বিনিয়োগের ফলে ভারতীয় মুদ্রায় জিও-র মোট বাজার দর বেড়ে দাঁড়িয়েছে ৪.৯০ লক্ষ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ অম্বানি বলেন, “আমি সিলভার লেক-কে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার। আশা করছি ভারতের ডিজিটাল ইকোসিস্টেম ও ডিজিটাল প্লাটফর্মে ভারতীয় গ্রাহকদের সুবিধা হবে।” সিলভার লেক-এর অন্যতম শীর্ষ কর্তা ইগন ডারব্যান বলেন, “জিও বিশ্বের শীর্ষ সংস্থাগুলির মধ্যে অন্যতম। মুকেশ আম্বানির সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে সম্মানের।”

Previous articleনবান্ন বললেও বাস নামলোনা প্রায় কোথাওই
Next articleলকডাউন: নয়া নির্দেশিকা জারি রাজ্যের, কোন কোন বিষয়ে ছাড়?