নবান্ন বললেও বাস নামলোনা প্রায় কোথাওই

গ্রিন জোনে বাস চলাচলে শর্তাধীন ছাড় দিয়েছিল নবান্ন।

তবু বাস চলল না কোথাও।

জেলায় জেলায় বেসরকারি মালিকদের বক্তব্য: ২০ জন যাত্রী নিয়ে চললে ক্ষতি।
তাছাড়া এদের মধ্যে করোনা আক্রান্ত আছে কিনা জানার ব্যবস্থা নেই।
তবে দুএকটি জায়গায় বাস দেখা গেছে।

অন্যদিকে সরকারি বাসগুমটির খবর, পরিবহন দপ্তর থেকে লিখিত অভিযোগ আসেনি। তাই চলেনি।

মুখ্যসচিব সোমবার আবারও বলেছেন জেলার গন্ডির মধ্যে বাস চলতে পারে।

 

Previous articleভারতেও হতে চলেছে ‘রেমডেসিভির’ ওষুধের ট্রায়াল, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Next articleরিলায়েন্স জিও-তে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক