৭ মে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে মোদি সরকার

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হওয়া লকডাউনের ফলে বিদেশে আটকে পড়া যে সব ভারতীয় এখনও ফিরতে পারেননি তাঁদের ৭ মে বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ফেরানো হবে। কেন্দ্রীয় সরকার তাদের সফরের জন্য যুদ্ধবিমান এবং নৌসেনার জাহাজও তৈরি রাখবে বলে জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে নির্দিষ্ট টিকিট কেটেই ফিরতে হবে সকলকে। পাশাপাশি আরও জানানো হয়েছে, যাঁদের শরীরে করোনা সংক্রমণ থাকবে না, তাঁদেরই কেবলমাত্র ফেরানো হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে আটকে পড়া যে সমস্ত ভারতীয়ের দেশে ফেরা বাধ্যতামূলক বা অত্যাবশক, তাঁদের ফেরাবে ভারত সরকার। যুদ্ধবিমান ও নৌসেনার জাহাজ ব্যবহার করা হবে এর জন্য। এর জন্য প্রযোজনীয় নিয়মকানুন তৈরি হচ্ছে। আটকে পড়া ভারতীয় নাগরিকদের তালিকা তৈরি করছে ভারতীয় দূতাবাস এবং হাইকমিশন। আকাশপথে ভ্রমণের জন্য নন-সিডিউলড বাণিজ্যিক বিমান ব্যবহার করা হবে। ৭ মে ধাপে ধাপে ফেরানোর কাজ শুরু হবে।

Previous articleহান্দওয়ারায় সিআরপিএফের গাড়িতে ফের জঙ্গি হানা, শহিদ আরও ৩ জওয়ান
Next articleনিম্নবিত্তদের সাহায্যে এগিয়ে এল বারুইপুর হাই স্কুলের প্রাক্তনীরা