চিনের ‌পরীক্ষাগারে করোনার উত্‍পত্তি, প্রমাণ দেয়নি আমেরিকা :‌হু

করোনা উৎপত্তি চিনের উহান পরীক্ষাগারে। আমেরিকা বারবার এই দাবি করেছে। সেই সূত্র ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, এই দাবির কোনও প্রমাণ দিতে পারেনি আমেরিকা। এই বিষয়টি জানতে আগ্রহী হু।

জেনেভায় মিশেল রয়ান বলেন, “আমাদের ধারণা আমেরিকা বিষয়টি নিয়ে আন্দাজ করেছে। মার্কিন সরকার আমাদের কোনও তথ্য বা প্রমাণ দেয়নি।” সুতরাং কারোর কথার ওপর নির্ভর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও সিদ্ধান্ত গ্রহণ করবে না বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, “চিনের গবেষকরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে। এই সময় শত্রুতা না বাড়ানোই ভালো। বরং জ্ঞান ও সম্পর্কের আদান-প্রদান হওয়া জরুরি। এই সংকটের সময়ে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। “

Previous articleভিন রাজ্যে আটকে পড়াদের নিয়ে ডানকুনিতে ফিরল ট্রেন
Next articleনিট এবং জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সূচি ঘোষণা