বাঙালির মনেপ্রাণে বিশ্বকবি, এবার ‘ভার্চুয়াল’ রবীন্দ্রজয়ন্তী

করোনা রুখতে চলছে লকডাউন। যার জেরে বন্ধ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মিছিল, জমায়েত ও আরও অনেক কিছু। রাজ্য সরকারি নির্দেশিকা অনুসারে, স্কুল কলেজ খুলবে ১০ জুন।

ওদিকে বাঙালির হৃদয় জুড়ে চিরকালই আছেন রবীন্দ্রনাথ। শুধু ছিলেন না আছেন এবং থাকবেনও। তবে এবার বিধির কারনে কিছুটা হয়তো স্তিমিত হয়েছে পড়েছে রবীন্দ্রজয়ন্তীতে। তাহলে এবার কী বাঙালি রবীন্দ্রজয়ন্তী পালন করবে না?

অবশ্যই হবে। শিল্পীরা যে যার মতো ফেসবুক লাইভে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন৷ এবার সে সুযোগ পেতে চলেছে সাধারণ মানুষও। এমনই জানিয়েছে সল্টলেকের এক এনজিও, ‘প্রয়াসম’, তাদের ভার্চুয়াল রবীন্দ্র উৎসবের কথা। সঙ্গে এ কথাও বলা হয়েছিল, ‘মনের তাগিদে যোগ দেওয়াটাই আসল, যোগ্যতার মাপকাঠি খোঁজা নয়’। এরপর এই এগিয়ে এসেছেন বহু মানুষ। তবে কেউ বাড়ি থেকে বের হননি। প্রত্যেকে তাঁর গান, আবৃত্তি, নাচ, যন্ত্রসঙ্গীত রেকর্ড করে পাঠিয়ে দেন ‘প্রয়াসম’-এর কাছে। কেউ দেশে, কেউ বিদেশ থেকেও ভিডিও পাঠাচ্ছেন৷ সমস্ত ভিডিওগুলিকে একত্রিত করে একাধিক ভিডিও বানিয়েছে যার পোশাকি নাম, “শান্তি-নিকেতন”।

সোমবার থেকে এই ভিডিও পোস্ট করা শুরু হয়েছে। চলবে ৮ তারিখ পর্যন্ত।

Previous articleরেশন : আলাপন শোনালেন সহজে রেশন পাওয়ার কথা
Next articleকরোনা বদলে দিচ্ছে কলকাতা পুরসভার ইতিহাস! প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন মেয়র